৩৮ টি ব্যর্থ প্রেমের কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

প্রেম একটি স্বর্গীয় অনুভূতি। তবে প্রেমে সফলতা যেমন জীবনে স্বর্গীয় সুখ আনে, তেমনি প্রেম ব্যর্থতা মানুষকে নিয়ে যায় অন্ধকারের পথে। আমাদের সব সময় মনে রাখা দরকার যে প্রেমে ব্যর্থতা মানেই আমাদের জীবনের শেষ নয়।

আজ সেই ব্যর্থ প্রেমিকদের জন্য প্রেমে ব্যর্থতার স্ট্যাটাস, ব্যর্থ প্রেমের মেসেজ, প্রেমে ব্যর্থতা ক্যাপশনের একটি সেরা সংগ্রহ শেয়ার করছি।

ব্যর্থ প্রেমের কষ্টের স্ট্যাটাস

মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায়, যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়।

তোমাকে অন্যের সাথে দেখে.. মনে হয় কি লাভ এজীবন রেখে..

আমাকে ছাড়া’ই তার হাজারো সুখ!

আমার কবিতায় নাই কোন ছন্দ, নাই কোন শৃংখলায় আবদ্ধ মনোরম পরিবেশানন্দ, নাই মাতাল হবার মতো কোন আকর্ষণভারি, বেঁচে আছি এই ভেবেই আমি এখন এক দীর্ঘশ্বাস ছাড়ি।

কত সম্পর্ক তবু বেঁচে আছে অশ্রু ভেজা চোখে অথচ কেউ চলে গ্যাছে বহুদূরে একটু অনুরাগে।য আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায় সে আপনার বন্ধু নয় সে আপনার প্রকৃত শত্রু !!

‘ব্রেক আপ’ অনেকটা একটা ভাঙা আয়নার মতন… যে ভাঙা আয়নাটাকে ভাঙা অবস্থাতেই থাকতে দেওয়া ভালো..কারণ সেটাকে জুড়তে গেলে হাত কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা…

মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে, কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে, বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?

মিথ্যে অভিনয় আর কত???এ বার বদলে ফেলো নিজেকে। আজ পরাজয় মেনে নিয়ে বলছি আমি, জয়ের নিশান কিন্তু আমিই পেয়েছি কারন,n মিথ্যে হলেও তো বলেছিলে তুমি ভালোবাসতে মোরে পৃথিবীর সবচেয়ে বেশী।

সব সময় নিজেকে খুব একা ভাবি,, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই । মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।

চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন? ভুলেই যদি যাবে, তো জান বলে ডেকে ছিলে কেন? 

কষ্টের স্ট্যাটাস

তুমি সব সময় আমার পাশে থাকো,, তবু কেন তোমাকে দেখি না?

আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,, একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুজবে,

আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে.. আমি দুরে খাকি,, তুমি আমাকে মিস করবে বলে,,

এমন কাও কে ভালবাসবে না, যে ”ভালবাসা” কি এটাই জানে না। এমন কাও কে আপন করবে না, যে তোমাকে আপন করবে না। বন্ধু বানাও তাকে, যে তোমাকে গুরুত্ত দিতে জানে। ভালবাসার মানুষ/বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখা ভাল। ..… ”

কিছু কিছু কথা আছে বলতে পারিনা’এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা…

জীবনে কখনো আনন্দ থাকে আর কখনো কষ্ট। সব সময় আমি সুখের আশা করি না, আর সব সময় কষ্ট সহ্য করতে পারি না। হয়তো তুমি অকারনে ই একটু বেশি কষ্ট দাও, যেটা আমার সহ্যের বাইরে।

ভালোবাসা খুব দামী জিনিস। যত্ন করে রাখতে হয়। কারন ভালোবাশা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়।

আমার প্রকৃত ক্যানভাসে , তোমার স্কেচ আঁকা ছিলো অথচ তুমিই থাকোনি আমার হয়ে ।

ব্যর্থ প্রেমের মেসেজ

তোমার কাছে পৌঁছাতে আমার এক যুগ কেটে গেল।

পেতে চাই লোভ-ঘৃনা-ভালোবাসা-হিংসাসহ জটিল তোমাকে।

কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে।

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।

বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়ার মত বেদনাদায়ক আর ব্যার্থতার কিছুই নেই।

 জীবনের সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হচ্ছে তাকে বিদায় বলাটা যার সাথে কেউ সারাজীবন কাটাতে চায়।

তুমি কারও সাথে যত বেশি সময় থাকবে, বিচ্ছেদ তত বেদনাদায়ক হবে।

বিচ্ছেদের আগে ভালোবাসা নিজেও এর গভীরতা বুঝতে পারেনা।

কিছুক্ষণ আগে ব্রেকাপ হয়ছে। এখন আমার কি করা উচিৎ!

সকল পাপের শাস্তি আছে, প্রেমের শাস্তি বিচ্ছেদ।

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

আর আমার কারনে যদি পেয়ে থাকো ব্যথা. মনে রেখো তুমিও দিয়েছিলে কথা

ভালোবাসা হারানো এক ধরণের মৃত্যু যাতে আপনি বাঁচতে বাধ্য হন

আমার নিজের ব্যাক্তিগত কারণে তেমন কারো সাথে সম্পর্ক নষ্ট করিনি বা হয়নি। কিন্তু যাদের ভালবেসে আমি অন্যের সাথে সম্পর্ক নষ্ট করেছি তারাই আমাকে বারবার চুতিয়া সাজাইছে।

যখন অবহেলা সহ্য করবার মত ক্ষমতা আমার থাকবে না.. এক পৃথিবী সমান দুঃখ আর হাজারটা অভিমান নিয়ে হারিয়ে যাবো

প্রাক্তন সে-তো এক মায়ার নাম, যাকে সব সময় ভালোবাসা যায়। হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত। হয়তো ছেড়ে যাওয়ার পিছনে কারণ ছিলো, আমার কোন হাত ছিলোনা। অসম্ভব ভালোবাসা বুকে নিয়ে দূরে থাকা ব্যাক্তিটাই প্রাক্তন

পুরো একটা জীবন কেটে যাবে,তোমার সাথে আমার আর দেখা হবে না,কথা হবে না;এর থেকে বিড়ম্বনা আর হয় না..

কেউ যদি তোমার ভালোবাসায় বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ, ভালো লাগা তো এক নয়, তুমি যাকে যতটুকু আপন ভাবছো, সে তোমাকে ততটুকু আপন ভাবা দূরে থাক হয়তো প্রয়োজন ছাড়া মনেই রাখে না

প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও! দয়া করে অভিনয় টা করিয় না  কারন অভিনয় মানুষের একটা জীবন Nosto করে দিতে পারে

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *