রাগ অভিমানের উপর সেরা উক্তি, বানী, ক্যাপশন ও স্ট্যাটাস

রাগ, অভিমান হল ভালোবাসার একটি আবেগি বহিঃপ্রকাশ। আমরা তার উপরেই অভিমান করি যাকে আমরা ভালোবাসি বা খুব কাছের বলে মনে করি।

আপনি  অভিমান নিয়ে স্ট্যাটাস বা ক্যাপশন লিখতে চাইছেন, তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য। কারণ এখানে রয়েছে অভিমান নিয়ে উক্তি, বাণী,‌ স্টেটাস, বার্তা, উদ্ধৃতির একটি সেরা সংগ্রহ।

অভিমান নিয়ে ক্যাপশন

অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না।

নীরবতারও ভাষা আছে,এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে।

অভিমান শুধু ভালবাসা বাড়ায় না, বিচ্ছেদও ঘটায়।

প্রতিবার তোমাকে ভুলতে চেয়ে যে কাজগুলো করি,তার তালিকাটা শুরু হয় তোমাকে আরো একবার কাছে ডাকার ইচ্ছে দিয়ে।

অভিমানী মন অভিমানী এই রয়ে যায় তবুও কেউ অভিমান ভাঙাতে আসেনা।

অভিমান নিয়ে উক্তি

যে মানুষ যত বেশি গম্ভীর সে মানুষ ততবেশি রাগী, তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি।

মেয়েরা অভিমান করে আরো বেশী ভালবাসার জন্য, আর ছেলেরা অভিমার করে ভালোভাবে বোঝানোর জন্য।

রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে।

রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দূর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।

যখন অভিমান করবি বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবো তোর অভিমানগুলো, বৃষ্টির প্রতিটা ফোঁটায় ফোঁটায় অনুভব করবি আমার ভালবাসা যতো।

অভিমান নিয়ে এসএমএস

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতাকে কাকে গেলাম ছেড়ে।

মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারনটাই ভুলে যায়, শুধু থেকে যায় কিছু অভিমান।

অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবেনা কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা।

অপেক্ষা মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা থাকা সত্তেও কারো জন্য অপেক্ষা করার নামই ভালবাসা।

যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে।

অভিমান নিয়ে স্ট্যাটাস

সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেয়া আঘাতের দাগ গুলা থেকে যায়।

প্রেম-ভালোবাসা একটা অভিনয় আমরা সবাই অভিনেতা।

অন্যের ওপরে অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলি মারাত্মক বোকা।

নাই কোনো অভিমান-অভিযোগ, ভাল থাকুক সে।

যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়।

অভিমান নিয়ে ছন্দ

যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়।

অভিমান খুব দামী একটা জিনিস! সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষ গুলোর উপরই অভিমান করা যায়।

প্রেমের সম্পর্ক অনেকটা পদ্ম পাতার ওপর এক ফোঁটা জলের মতো, যত্ন না করলে যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে।

পাশে এসো, ছুঁয়ে দাও, আরও কাছে রাখো আমায় । প্রিয় অভিমান, দূরত্ব তোমাকে কি মানায়।

অপেক্ষার ছোট্ট সময় গুলোও অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না তবুও অপেক্ষা করতে ভাল লাগে কারন ভালোবাসি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *